
ছাত্রকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামে ছাত্রকে ‘যৌন নির্যাতনের নির্যাতনের’ অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের একটি মাদ্রাসা থেকে সোমবার ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাদেকুল ইসলাম (২৪) দারুল আরহাম মাদ্রাসার শিক্ষক আর ভুক্তভোগী ১৩ বছর বয়সী ওই কিশোর মাদ্রাসাটির শিক্ষার্থী ছিলেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়েছে এক বছর হল। বিভিন্ন সময়ে সাদেকুল তাকে ‘যৌন নির্যাতন’ করতেন। গত ১৩ অক্টোবর নির্যাতনের পর ছেলেটি অসুস্থ হয়ে পড়ে।
তখন সাদেকুল তার বাসায় ফোন করে ছেলেটির বিশ্রামের প্রয়োজন বলে জানায়। পরদিন তাকে বাড়িতে নিয়ে আসার পর ছেলেটি বাসার লোকজনের কাছে ‘যৌন নির্যাতনের’ বিষয়টি জানায়।
ওই ছাত্রের বাবার অভিযোগের পর মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক সাদেকুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
আরও পড়ুনঃ ময়মনসিংহে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
র্যাব-৭/চট্টগ্রাম