
ভারতে পালানোর সময় তামাবিল সীমান্তে ইউপি চেয়ারম্যান আটক
ভারতে পালানোর সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির হাতে আটক হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নোমান হোসেন (৩৮)।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় তামাবিল সীমান্তে আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা একটি লোককে সন্দেহজনক ভাবে সীমান্ত এলাকায় ঘুরাফেরা করতে দেখে থাকে আটক করে।
পরবর্তীতে তামাবিল বিওপি অনুসন্ধানে তার নাম পরিচয় যানতে পায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। বর্তমানে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের নিটক হস্থান্তর করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান যে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ কেন্দুয়ায় অটোচালক হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার-২
গোলাম সরওয়ার বেলাল