
স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
রাজধানীর আদাবরে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।
এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার (৮ নভেম্বর) রাতে নিশ্চিত করেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।
র্যাব জানিয়েছে, গত ২৮ অক্টোবর রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকার ব্রিটিশ কলাম্বিয়া স্কুলে ডাকাতরা ঢুকে পড়ে। এসময় তারা স্কুলটির চতুর্থ তলায় অফিসে ঢুকে সেখানে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়। সেই মামলায় মাসুদকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
আরও পড়ুনঃ দুর্গাপুরে মরহুম আব্দুল হেকিম চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত