
র্যাবের যৌথ অভিযানে আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এএসপি শিহাব করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাজুল ইসলামকে আটক করা হয়েছে। ধানমন্ডি থানা এলাকায় রাত ১০টার দিকে র্যাব-২ ও র্যাব-১৪ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুনঃ সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর র্যাবের হাতে গ্রেফাতার