
মধ্যনগরের দুই নিখোঁজ তরুণী ৯ দিন পর উদ্ধার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া দুই তরুণীকে বিশেষ প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার ডেমরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৯ দিন পর, বৃহস্পতিবার (১৪ নভেম্বর), তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তার প্রচেষ্টার ফলে দুই তরুণী তাদের পরিবারের কাছে ফিরে আসতে সক্ষম হন।
পুলিশ জানায়, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী, ছদ্মনাম মরজিনা (১৬) এবং আকলিমা (১৬), সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনন্যা রায় নামে ঢাকার এক তরুণীর সঙ্গে পরিচিত হয়। এই পরিচয়ের সূত্র ধরে তারা ৪ নভেম্বর সকাল ১০টায় কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে সেদিন তারা আর ফিরে আসেনি এবং পরিবারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
১০ নভেম্বর পরিবারের সদস্যরা মধ্যনগর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ১৩ নভেম্বর বিকেলে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তারা হঠাৎ সিদ্ধান্তে ঢাকা যায় এবং অনন্যা রায়ের সঙ্গে সাক্ষাৎ করে।
ওসি মো. সজীব রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত তরুণীদের বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি অভিভাবকদের সন্তানের প্রতি নজরদারি বাড়ানোর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুনঃ র্যাব-১১ এর অভিযানে ২৮.৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুরঞ্জন তালুকদার