
মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা: আ.লীগ নেতা আটক
নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সালেকুল হাসান লেলিন (৫৬)।
তিনি পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আল মবিন রোডের বাসিন্দা এবং মৃত ডা. বদরুদ্দীন আহমেদের ছেলে।
রবিবার (১৭ নভেম্বর) রাতে আল মবিন রোডে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে সোমবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
হামলার পর অর্ধশতাধিক ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী বিএনপির পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতে না পেরে চলে যায়।
এই ঘটনায় বিএনপি নেতা ফজলুল হক মাসুম সরকার পরিবর্তনের পর গত ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।
মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুনঃ সংস্কারের প্রয়োজনে নির্বাচন কয়েক মাস পিছিয়ে যেতে পারে: ড. ইউনূস