
জগন্নাথপুরে সুজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আলোচিত সিএনজি চালক সুজিত দাসের ক্লুলেস হত্যা মামলার ৩ আসামীকে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯,সিলেট।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায় সুনামগঞ্জ জেলার রানীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডে প্রায় এক মাস ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। ঘটনার দিন ১৬ নভেম্বর ২০২৪ ইং তারিখ বিকেলে তিনি তার সিএনজি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুরে যান।
আনুমানিক রাত ২১.০০ ঘটিকার সময় স্থানীয়রা রানীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই শত শত মানুষ সেতু এলাকায় ভিড় করেন। স্থানীয়দের ধারণা সিএনজি ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের ভাই সুবাস দাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তাং-১৮/১১/২০২৪ইং ধারা-৩৯৪/৩০২/৩৪ ঞযব চবহধষ ঈড়ফব; ১৮৬০;।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে অদ্য ১৯ নভেম্বর ২০২৪ ইং তারিখ হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানাধীন এলাকায়
অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আলোচিত সিএনজি চালক সুজিত দাশ ক্লুলেস হত্যা মামলার ০৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা ১। আলী হায়দার (৩৬), পিতা-আনছার আলী, সাং-শালদিঘা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, ২। হাফিজুর রহমান (২৬), পিতা- মৃতঃ তরমুজ আলী, সাং-নোহাটি, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, ৩। মোঃ শিবলু মিয়া (২০), পিতা-আব্দুল হাই, সাং- পনারআব্দা, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান
অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করলো হুয়াওয়ে
র্যাব-৯/সিপিসি-৩/সিলেট