
পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৬ জন আটক
নেত্রকোনার পূর্বধলায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (২৩ নভেম্বর) শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া অধিকাংশ কর্মী হেলমেট, মাফলার ও মাস্ক পরিহিত ছিলেন।
মিছিলে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। পরে মিছিলের ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজসহ বিভিন্ন আইডিতে শেয়ার করা হয়। এমনকি এটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ থেকেও আপলোড করা হয়।
পুলিশ সূত্র জানায়, মিছিলের ভিডিও দেখে ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সাগর খন্দকার (২৫), আতিক হাসান (৩২), ইয়াহিয়া তালুকদার (২১), আরমান চৌধুরী (১৯), মোস্তাকিন (১৯) এবং দীপ্ত দত্ত (২০)।
এ ঘটনায় পূর্বধলা থানায় শাহাদত হোসেন ও পূর্বধলা সরকারি কলেজ শাখার সভাপতি হৃদয় খান নাঈমসহ ১৮ জনকে আসামি করে ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি নাশকতার মামলা করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, অভিযুক্তরা মিছিল শেষে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যান। আটককৃতদের সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, শাহাদত হোসেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ভাতিজার ছেলে। মিছিলের মাধ্যমে তিনি নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের বর্ধিত সভা অনুষ্ঠিত