
মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে সর্বমোট তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
অভিযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি, পলিথিনের প্যাকেট ব্যবহার করার দায়ে চাল ব্যবসায়ী সমর রায়কে এক হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে মিষ্টি ব্যবসায়ী বিপ্লব তালুকদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় মধ্যনগর থানার উপ-পরিদর্শক মো. আসাদুল ইসলামসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, "খাবারের গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
এ ধরনের অভিযান খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: নেত্রকোনায় সাংবাদিক-সেনাবাহিনীর ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
সুরঞ্জন তালুকদার