
নেত্রকোনায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত, আটক ৪
নেত্রকোনার পূর্ব মালনী এলাকায় তুচ্ছ ঘটনার জেরে দয়াল খান (২০) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে একদল কিশোর। স্থানীয়রা ধাওয়া দিয়ে চারজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি এবং একটি পাইপ লাগানো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত দয়াল খানকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে আহতের বাবা মিজাজ উদ্দিন খান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, আটক চার কিশোর হলো—নেত্রকোনা পৌরসভার ইসলামপুর এলাকার জাহিদুল ইসলাম ফাহিম (১৬), বারহাট্টা রোড এলাকার হাসিন মাহতাব দিগন্ত (১৭), কুরপাড় এলাকার মুনতাসির আহমেদ সিয়াম (১৭) এবং আমতলা ইউনিয়নের দেওপুর গ্রামের আহনাফ মোহাম্মদ প্রিনন (১৬)।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি পূর্ব মালনী এলাকায় একটি ওয়াজ মাহফিলে দয়াল খানের সঙ্গে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি হয়। এরই জেরে বুধবার সন্ধ্যায় ৩৫-৪০ জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা দয়ালকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।
পরে সেনাবাহিনীর একটি দল এসে আটক চারজনকে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, "আটক চার কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।" পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও এই ঘটনা স্থানীয় কিশোর গ্যাং সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।
আরও পড়ুন: শেরপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় জিরা ও কম্বল আটক