
জাহাজে ৭ খুন: আকাশ মণ্ডল ওরফে ইরফান গ্রেফতার
চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সারবোঝাই কার্গো জাহাজে ৭ খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে র্যাব-১১ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ইরফান জাহাজে হামলার শিকার ৮ জনের সঙ্গে ছিলেন এবং হত্যাকাণ্ডের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দুপুর ১২টায় কুমিল্লায় এ বিষয়ে ব্রিফিং করবে র্যাব-১১।
মঙ্গলবার ৭ জন নিহত হওয়ার ঘটনায় চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়। জাহাজের মালিক মাহবুব মুর্শেদ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।
হাইমচর থানার ওসি মো. মহিউদ্দিন সুমন জানান, মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জকে।
নিহতরা হলেন:
- মো. গোলাম কিবরিয়া (৬৫), মাস্টার, ফরিদপুর জোয়াইর উপজেলা
- শেখ সবুজ (৩৫), লস্কর, ফরিদপুর
- আমিনুল মুন্সী (৪০), সুকানী, নড়াইল লোহাগড়া
- মো. মাজেদুল ইসলাম (১৭), লস্কর, মাগুরা
- সজিবুল ইসলাম (২৬), লস্কর, মাগুরা
- মো. সালাউদ্দিন মোল্লা (৪০), ইঞ্জিন চালক, নড়াইল
- রানা (২০), বাবুর্চি, মুন্সীগঞ্জ শ্রীনগর
আহত সুকানী মো. জুয়েল (২০), ফরিদপুরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, জুয়েলের গলাকাটা থাকায় তিনি কথা বলতে পারেননি, তবে ইশারায় জানিয়েছেন যে তিনি ডাকাতদল দেখলে চিনতে পারবেন। জুয়েল লিখে জানিয়েছেন, তার সঙ্গে ইরফান নামে একজন ছিল, তবে তার বিস্তারিত পরিচয় তিনি জানেন না।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত চাইনিজ কুঠার, একটি ফোল্ডিং চাকু, দুটি স্মার্ট ফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ, নগদ ৮ হাজার টাকা, একটি বাংলা খাতা, একটি সীল ও একটি হেডফোন জব্দ করেছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন জানিয়েছেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং নৌ-পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় নোঙর করা সারবাহী লাইটার জাহাজ ‘এমভি আল-বাখেরা’ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। পুলিশের ধারণা, ডাকাতির সময় জাহাজের চালক ও কর্মীদের হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: আজ শুভ বড়দিন
দুর্জয় বাংলা