
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল পাচারকালে ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন পঞ্চবটি সাকিনস্থ শামীম ভিলায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুমন মিয়া@বাদশা মিয়া(৪৭), পিতা-মৃত আনোয়া মিয়া বর্তমান ঠিকানা সাং-পঞ্চবটি (শামীম ভবনের ভাড়াটিয়া) থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, স্থায়ী ঠিকানা সাং- জগন্নাথপুর আওল কান্দা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে আটক করে।
এসময় ধৃত আসামীর গৃহ তাল্লাশী করে ৪৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
আরও পড়ুন: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত