
কলমাকান্দায় সরকারি গোপাট থেকে গাছ কাটার অভিযোগ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পোগলা ইউনিয়নের মঙ্গলসিদ গ্রামের মো. রোজ আলী বাড়ীর সামনে সরকারি গোপাট থেকে ৭/৮টি বড় বড় রেন্ডিগাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মো.রোজ আলী গংদের বিরুদ্ধে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে সোমবার সকালে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন খাঁন।
অভিযুক্তরা পাঁচ জন হলেন, উপজেলার পোগলা ইউনিয়নের মঙ্গলসিদ গ্রামের মো.রোজ আলী, রকি মিয়া, আবুল হোসেন, খোকন মিয়া ও সোহাগ।
লিখিত অভিযোগ ও স্থানীয় ভাবে জানা গেছে, বাড়ীর সামনে সরকারি গোপাটের বড় বড় রেন্ডিগাছ ৭/৮ টি অভিযুক্তরা দুই বছর ধরে কেটে নিয়েছেন। আর এখন নতুন করে ওই গোপাটের গাছ কাটার পায়তারা করছেন অভিযুক্তরা। কেটে নেওয়া গাছগুলো মূল্য হবে আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকা।
বীর মুক্তিযোদ্ধা মো. শরাফ উদ্দিন খাঁন বলেন, আমাদের এলাকার সরকারি গোপাট থেকে অভিযুক্তদের গাছ কাটতে বেশ কয়েক বার নিষেধ করা হয়। তারা আমাদের কোন কথা কর্নপাত করেনি। ইতিমধ্যে ৭/৮ টি বড় বড় রেন্ডিগাছ কেটে নিয়েছে। ওই গোপাটে রেন্ডিগাছসহ আরো গাছ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি একটি লিখিত অভিযোগ ইউএনও বরাবর দায়ের করেছি।
এবিষয়ে সরেজমিনে গেলে অভিযুক্তদের সাথে কথা হয়। সরকারি গাছ কাটার অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে খোকন মিয়ার বাবা মোফাজ্জল বলেন,গোপাটের পাশে গাছ আমরা লাগিয়েছি। আর গাছ আমার ভাই রোজ আলীসহ আমরা কেটে নিয়েছি। গ্রামের রাস্তার পাশে অনেক গাছতো অনেকেই কেটে নিয়েছে । অনুমতি নিতে হয় এটা আমাদের জানা ছিল না। এখন আমরা গোপাটের আর কোন গাছ কাটবো না।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, সোমবার গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : মদন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ও ভোটের হিসাবে এগিয়ে হাবিবুর রহমান
শেখ শামীম