
সাংবাদিক মুন্নী সাহা। ছবি: সংগৃহীত
টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর এসব টাকার মধ্যে ১২০ কোটি টাকা তুলে নেওয়া হয়। বর্তমানে জব্দ করা হিসাবে মাত্র ১৪ কোটি টাকা অবশিষ্ট আছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে ইতোমধ্যে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। ১৭টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়, যার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে।
রাজনৈতিক পরিবর্তনের পর গত ৬ অক্টোবর বিএফআইইউ মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে। পাশাপাশি গুলশান-তেজগাঁও লিংক রোডের শান্তিনিকেতন এলাকায় তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান পাওয়া গেছে।
মুন্নী সাহা সাংবাদিকতা শুরু করেন ভোরের কাগজ পত্রিকায়। পরবর্তীতে তিনি একুশে টেলিভিশন এবং এরপর এটিএন বাংলায় যোগ দেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা উপস্থাপনায় তিনি আলোচিত ছিলেন। বিশেষত শাহবাগ গণজাগরণ মঞ্চে তার ভূমিকা ব্যাপক নজর কাড়ে।
এছাড়া চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭)-এর ঘটনায় করা মামলায় মুন্নী সাহার নামও আসামিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিহতের বাবা মো. কামরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, সরকারি কর্মকর্তার পাশাপাশি ৭ জন সাংবাদিকও আসামি। মুন্নী সাহা তাদের অন্যতম।
আরও পড়ুনঃ সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
তথ্যসূত্র: ঢাকা পোস্ট