
বারহাট্টা সরকারি ডিগ্রী কলেজ এইচএসসি ফলাফলে জেলায় শীর্ষে
চলতি বছরে অনুষ্ঠিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হয়েছে। এ ফলাফলে বারহাট্টা সরকারি ডিগ্রী কলেজ জেলায় শীর্ষে রয়েছে।
বারহাট্টা সরকারি কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, এবারের এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৫০৬ জন।
বিজ্ঞান শাখায় ১১ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। মানবিক শাখায় ৪৬৪ জনের মধ্যে ৪২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখায় ৩১জন পরীক্ষার্থীর মাঝে ৩০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ফাইভ অর্জন করেছে ০৮ জন পরীক্ষার্থী। পাশের হার ৯১.১১%।
বারহাট্টা সরকারি কলেজের পরীক্ষার্থীরা এমন ভাল ফলাফল করায় কলেজের শিক্ষকসহ অভিভাবকেরা খুবই আনন্দিত। উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ আব্দুল ওয়াদুদ আরও জানান, আমিসহ আমার কলেজের শিক্ষকবৃন্দ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাধ্যমত পাঠদান করতে চেষ্টা করেছি। তাই এমন ফলাফল হয়েছে। আগামীতে এর চেয়েও আরোও ভাল ফলাফলের জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: শাহ সুলতান (রা:) এঁর মাজার জিয়ারত করবেন: অসীম কুমার উকিল