
শাহরিয়ার রাফাত
ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত। দীর্ঘ সময় পর আসছে তার মৌলিক গান গানটির শিরোনাম ‘সোনা বন্ধের পিরিতে’। গানটি লিখেছেন ও সুর করেছেন মাহবুবুল হক হাসান এবং গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।
জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ অডিও, ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে শাহরিয়ার রাফাতের নতুন গানটি মুক্তি পাবে। একইসঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে ডিজিটাল প্লাটফরম গুলোতে। এছাড়াও ৪০ টি নাটকের আবহসংগীত সহ গান গাওয়া ও পরিচালনা করছেন । এছাড়াও তার সংগীত পরিচালনায় আসছে আরমান আলিফ সায়রা রেজা মাকড়সার জাল চলচ্চিত্র এর ২ টা গান ।
আরও পড়ুন: চাঁদরাত রাঙাবেন মেহরীন