রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম নুরু এর  দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৯:৫৯, ২৩ অক্টোবর ২০২৩

আপডেট: ২০:০০, ২৩ অক্টোবর ২০২৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম নুরু এর  দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম নুরু এর  দাফন সম্পন্ন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মো. নুরুল ইসলাম নুরু এর দাফন সম্পন্ন হয়েছে। 

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর । তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।

আজ সোমবার বিকাল ৫ টায় কলমাকান্দা সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজের পূর্বে  রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজার নামাজ শেষে ওইদিন সন্ধ্যায় চত্রংপুর গ্রামের সার্বজনীন কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

মরহুম বীর মুক্তিযোদ্ধার মো. নুরুল ইসলাম নুরু এর রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম , থানার ওসি আবুল কালাম (পিপিএম)।

আরও পড়ুন: বারহাট্টায় পূজামন্ডপ পরিদর্শন করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী আকন্দ জাস্টিস


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808