মরমী কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার
আজ পহেলা ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত মরমী কন্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৩ তম মৃত্যুবার্ষিকী।
দিবসটি উদযাপন উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে সকাল সাতটায় কেন্দুয়া উপজেলার জুড়াইল গ্রামে মরহুমের কবর প্রঙ্গণে সূরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত, বাদ আছর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীগণকে উপস্থিত থাকার জন্য তার পরিবারে পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
মরমী কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধ আব্দুল জব্বার ১৯৫৪ সালের ১লা জানুয়ারি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের অর্থ কমান্ডার, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের তিন বারের সহ-সভাপতি ও কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: নেত্রকোনার ৫টি আসনে ৫ আওয়ামীলীগ প্রার্থীসহ মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল