
কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপিত
আজ বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন। প্রতি বছর এই দিনে মধ্যরাতে প্রিয়জনদের সঙ্গে জন্মদিন উদযাপন করতেন তিনি। এ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে তার জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) কেন্দুয়া উপজেলায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে কোরআন খতম, আনন্দ র্যালি, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, কবিতাপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, হুমায়ূন আহমেদ তার মায়ের অনুরোধে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে যাত্রা শুরু করা এ স্কুলটি বর্তমানে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার লেখনীর মাধ্যমে হিমু, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্র সৃষ্টি করেন এবং বহু পুরস্কারে ভূষিত হন।
আরও পড়ুন: কলমাকান্দায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক