
পার্থ প্রতিম নাথ
তোমার মুখে যখন আমার মায়ের কথা শুনি
তখন মনে হয় তুমিই আমার মা
প্রেমকাননে প্রতীক্ষিত ফুল ফুটলে যখন তোমায় দেখি
তখন মনে হয় স্ত্রী নও, তুমি হারানো প্রেমিকা ,বামা
পুত্র কন্যা যখন সমস্বরে তোমায় মা মা বলে ডাকে
ইচ্ছে করে আমিও গলা ছেড়ে ডাকি মা
স্ত্রী কন্যা দামিনী কামিনী
ভগিনি সকলেই মা
অনেকেরই বাবা নেই ,সবারই আছেন মা
মায়ের পালাবার পথ নেই
ধরণী যে মা ।
মায়ের জন্ম আছে মৃত্যু নেই
এক মায়ের থেকে আরেক মায়ের জন্ম হয়ে চলেছে অবিরত।
আরও পড়ুন: গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন