
সাংবাদিক ইমরান ছিদ্দিকী রুবেল ছবি: সংগৃহিত
সংবাদ মাধ্যমে বিশেষ অবদান রাখায় সিনিয়র সাংবাদিক দৈনিক সংলাপ’র প্রকাশক ও সম্পাদক এবং পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত উপদেষ্টা ইমরান ছিদ্দিকি (রুবেল) কে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৯টায় উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের আয়োজনে রাজধানীর উত্তরায় একটি হোটেলে “বৃহত্তর উত্তরা সাংবাদিকদের মিলনমেলা” অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক অনুষ্ঠানে উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা টিভির চেয়ারম্যান শেখ জুয়েল আনান্দ্’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আদীপ গ্রুপের চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে কল্যাণ পার্টির প্রার্থী দলায় কুমার বড়–য়া।
উদ্বোধক ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব সেলিম উমরাও খান। আমন্ত্রিত অতিথি ছিলেন ক্রাইম পেট্রোল বিডির প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে তাকে অথিতিবৃন্দ ক্রেস্ট তুলে দেয়া হয়।
আরও পড়ুন: ন্যায়-অন্যায়