ত্রিশালে আইনশৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়
আইনশৃঙ্খখলার সার্বিক উন্নয়নে ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ত্রিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার, ত্রিশাল থানার নবাগত অফিসার ইনচার্জ মনসুর আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সাবেক সভাপতি ও ত্রিশাল বার্তার প্রকাশক সম্পাদক শামীম আজাদ আনোয়ার, সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সদস্য ফারুক আহমেদ, মোঃ মামুনুর রশিদ, ফয়জুর রহমান ফরহাদ, আতিকুল ইসলাম, রুকুনুজ্জামান সরকার রাহাদ, ইমরান হাসান বুলবুল, সাংবাদিক হেদায়েতুল্লাহ ফুরাদ, মোমিন তালুকদার, সদস্য হুমায়ুন কবির, এস এম মাসুদ রানা, রাকিবুল হাসান সুমন প্রমূখ।
আলোচনা শেষে ত্রিশাল থানার নবাগত অফিসার ইনচার্জ মনসুর আহমেদ কে ত্রিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও পড়ুনঃ ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোমিন তালুকদার