
সাংবাদিক মুন্নী সাহা। ছবি: সংগৃহীত
টেলিভিশন উপস্থাপিকা ও সাংবাদিক মুন্নী সাহাকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে কারওয়ান বাজারে স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মুন্নী সাহাকে তেজগাঁও থানায় নেওয়া হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।
জানা যায়, কাওরান বাজারে একটি সংবাদমাধ্যমের অফিস থেকে বের হয়ে সবজি কেনার সময় তিনি জনতার রোষের মুখে পড়েন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুন্নী সাহার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দেয়। এতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিং সম্পর্কিত তথ্য চাওয়া হয়।
সাংবাদিকতা জীবনে মুন্নী সাহা প্রথম কাজ শুরু করেন ভোরের কাগজ পত্রিকায়। পরে তিনি একুশে টেলিভিশন এবং এটিএন বাংলায় কাজ করেন। এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। তবে মালিকপক্ষের সঙ্গে বিরোধের কারণে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার