মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ীতে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৮:৩১, ১৭ জুন ২০২৩

ফুলবাড়ীতে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ীতে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে শনিবার (১৭ জুন) দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ রোডস্থ ফুলবাড়ী প্রেসক্লারের সম্মুখে (পৌরবাজার-উপজেলা পরিষদ রোড) ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লারের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।

এতে সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক হারুন উর রশিদ, প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক মোকাররম হোসেন, আইটি সম্পাদক মোস্তাক আহম্মেদ, পাঠগার সম্পাদক আনন্দ গুপ্ত, সদস্য প্রভাষক রীতা রানী গুপ্তা, সদস্য হিরেন্দ্র নাথ বর্মন, বিকাশ গুপ্ত, নুরে আলম সিদ্দিকী, তারেক ইসলাম, কুদরত ই খুদা, সাংবাদিক আমিনুল ইসলাম, নারী পত্রিকা বিক্রেতা আরজু বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ব্যক্তি স্বার্থে ব্যঘাত ঘটলেই সাংবাদিকদের ওপর আক্রমন করা হয়। এতে সাংবাদিকদেরকে লাঞ্ছিত-নির্যাতিতসহ মৃত্যুর বলি হতে হচ্ছে। কিন্তু প্রভাবশালীদের প্রভাবের কারণে বিচারের মুখ দেখতে পায়না লাঞ্ছিত-নির্যাতিত সাংবাদিকদের পরিবার। ফলে বর্বরোচিত ঘটনা সংঘটিতকারীরা দিব্যি বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করে। আমাদের সহকর্মী গোলাম রব্বানী নাদিমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাই।

যাতে পরবর্তীতে এমন বর্বরোচিত হত্যাযজ্ঞ ঘটানোর কারোই দুঃসাহস না হয়। একই সাথে গোলাম রব্বানী নাদিমসহ সকল নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করা হয় সেই প্রতিবাদ সভায়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জৈন্তাপুরে বজ্রপাতে দুইজন নিহত 


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798