রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বিএমইউজে ফেনী জেলা কমিটি গঠন

সাঈদ খান সভাপতি, মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ জুন ২০২৩

বিএমইউজে ফেনী জেলা কমিটি গঠন

বিএমইউজে ফেনী জেলা কমিটি গঠন

সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন ২০২৩) বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান স্বাক্ষরিত দৈনিক আমার বার্তা'র জেলা প্রতিনিধি এম এ সাঈদ খানকে সভাপতি, দৈনিক মুক্ত খবর এর জেলা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বিএমইউজে কমিটি অনুমোদন দেওয়া হয়। 

২১ জুন বুধবার সন্ধায় বিএমইউজে ফেনীর অস্থায়ী কার্যালয়ে এক জরুরী বৈঠকে সকলের সম্মতিক্রমে ৩৫ সদস্যের প্রস্তাবিত একটি তালিকা অনুমোদন প্রদানের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় সমীপে প্রেরণ করা হয়।

অনুমোদিত কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আবুল হাসনাত তুহিন (দৈনিক জবাবদিহি), সহ সভাপতি ইসহাক চৌধুরী ( দৈনিক সন্ধাবানী ), সহ সভাপতি মোহাম্মদ ইসহাক চৌধুরী (দৈনিক প্রভাত আলো), সহ সভাপতি এম এ দেওয়ানী (বার্তা বিচিত্রা), সহ সভাপতি সাহেদ চৌধুরী (দৈনিক নব চেতনা) , যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক তরুন কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া (সাপ্তাহিক ফেনীর শক্তি),  যুগ্ম সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দিন  দৈনিক বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), সাংগঠনিক সম্পাদক  এম এ রহমান ভূঁইয়া দুলাল (দৈনিক আজকের বসুন্ধরা), সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী (সাপ্তাহিক উদয়), দপ্তর সম্পাদক  আতিকুর রহমান রোজেন (দৈনিক দেশ সেবা), সাংস্কৃতিক সম্পাদক আলা উদ্দিন সবুজ (দৈনিক স্বদেশ বিচিত্রা), সাহিত্য সম্পাদক আবুল হাসনাত রিন্টু  (দৈনিক লাখো কন্ঠ), প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু (দৈনিক নয়া পয়গাম),

মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা আলম মিতু (সাপ্তাহিক ফেনী সমাচার), ধর্মীয় সম্পাদক জাফর ঈমাম রতন (দৈনিক বাংলা ধারা), ক্রীড়া সম্পাদক জাকির হোসেন সাহেদ (সাপ্তাহিক ফেনীর তালাশ), সমাজ কল্যান সম্পাদক শহীদুল ইসলাম তোতা ( সাপ্তাহিক উত্তরণ)। কার্যকরী সদস্যরা হলেন, রোখসানা সিদ্দিকী (দৈনিক সমসাময়িক প্রতিদিন), খোন্দকার নিজামুল হক (আজকের সূর্যোদয়/ এস পি এন), হাসান মাহমুদ (দৈনিক আজকালের খবর), ফারুক সবুজ (দৈনিক এশিয়া বানী),  মিজানুর রহমান পলাশ (বাংলাদেশ পরিক্রম), ফরহাদ চৌধুরী (দৈনিক প্রতিদিনের কাগজ), কাজী আশরাফুল ইসলাম টুটুল (দৈনিক একুশে সংবাদ), মহি উদ্দিন খোকন (দৈনিক লাল সবুজের দেশ), গিয়াস উদ্দিন মামুন (দৈনিক আলোকিত সকাল), ফয়জুল হক চৌধুরী (পাক্ষিক মসিমেলা), ইয়াসিন আরাফাত মজুমদার (সময়ের গর্জন), আবদুল কাইয়ুম নিশান (ফেয়ার বার্তা), আনোয়ার হোসেন ( দৈনিক দেশের পত্র), এ এন এম গোলাম সরওয়ার নয়ন ( সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা) প্রমুখ। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় অধিকার মর্যাদা আদায়ের দাবিতে এই সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: কলমাকান্দায় ভারতীয় মদসহ তিন তরুণ আটক

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808