রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহমুদ ফারুক-সাধারণ সম্পাদক এম কাউছার
রামগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের বিরোধ নিরসনে আগামী ছয় মাসের জন্য রামগঞ্জ প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলালের সভাপতিত্বে গতকাল বুধবার ১৬ আগষ্ট বিকাল ৪টায় গোপন ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
গোপন ব্যালটে দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুক সভাপতি ও দৈনিক সময়ের আলো রামগঞ্জ প্রতিনিধি এম কাউছার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন রামগঞ্জ প্রতিনিধি, সহ-সভাপতি দৈনিক আমাদের সময় রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক সমকাল রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সুমন, অর্থ সম্পাদক দৈনিক নবচেতনা রামগঞ্জ প্রতিনিধি মনির হোসেন বাবুল, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন। এছাড়া নির্বাহী সদস্য দৈনিক মানবকণ্ঠ রামগঞ্জ প্রতিনিধি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, দৈনিক ইনকিলাব নিজস্ব প্রতিবেদক এস এম বাবুল বাবর, দৈনিক বাংলার মুকুল সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুল ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সাঈদুল ইসলাম পাবেল, দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানা, জি-টিভির জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, ডেইলী সান এর জেলা প্রতিনিধি রেজাউল করীম পারভেজসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য ইতোমধ্যে রামগঞ্জ উপজেলায় দুইটি প্রেস ক্লাব গঠিত হওয়ায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ জরুরী মতবিনিময় সভার আয়োজন করে।
এছাড়া বিগত সময়ে গঠিত রামগঞ্জ উপজেলার দুইটি প্রেস ক্লাবের কার্যকরি কমিটি বিলুপ্ত ও উচ্চ আদালতে দায়ের করা রিটের কার্যক্রম স্থগিত করা হয়। এ কার্যকরি কমিটি আগামী ৬মাসের মধ্যে যাছাই বাছাই করে পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রনয়ন করে দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
আরও পড়ুন: খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু