দেশের সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না: র্যাব মহাপরিচালক
বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এম খুরশীদ হোসেন বলেন, নির্ধারিত সময়ে যখন নির্বাচন হবে তখন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। সেক্ষেত্রে আমাদের মূল দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচনকে সম্পন্ন করা। নির্বাচনের আগে বা পরে বিরোধী দল আন্দোলন করতে পারে বা করবে। তবে তারা যেন দেশের সম্পদ কিংবা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে না পারে, সেটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিলাম।
র্যাব মহাপরিচালক বলেন, র্যাব হচ্ছে এলিট ফোর্স। আমরা সাতটি বাহিনী নিয়ে কাজ করি। আমরা প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি রয়েছে বিশেষ করে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রায়োরিটি ভিত্তিতে কাজ করি। র্যাব আরেকটি জিনিস ধারণ করে যা আমাদের মনোগ্রামেও লেখা রয়েছে, তা হলো বাংলাদেশ আমার অহংকার। তাই দেশ এবং দেশের মানুষ নিয়েই আমাদের ভাবনা বেশি।
এম খুরশীদ হোসেন দ্বিতীয় মেয়াদে র্যাব মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, গত বছর আমি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলাম। সরকারি বিধি অনুসারে আমার এ বছর চাকরির মেয়াদ শেষ হয়েছিল।
প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আমাকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। আজ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। সবার কাছে দোয়া চাই। সামনে যে চ্যালেঞ্জ আসছে আমি যেন আমার সহকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করতে পারি।
আরো পড়ুন: মাছের সাথে এ কেমন শত্রুতা?