মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

মাছের সাথে এ কেমন শত্রুতা?

প্রকাশিত: ২০:৪১, ৭ জুন ২০২৩

মাছের সাথে এ কেমন শত্রুতা?

মাছের সাথে এ কেমন শত্রুতা?

কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চাটরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূর মাহমুদের বাড়ির সামনের একটি পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে গেছে। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিরা শত্রুতা বশত পুকুরের পানিতে বিষ ঢেলে এই মাছগুলি নিধন করেছে।

বাড়িতে কেউ না থাকার সুবাদে খন্দকার নূর মাহমুদের বাড়ির ক্যায়ারট্রেকার হিসেবে একই গ্রামের মনফর আলীর ছেলে আবু তাহের ক্যায়ারট্রেকার হিসেবে কাজ করেন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পুকুর পাড়ে  ও বাড়িতে তিনি পাহারা দিয়ে নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পরেন। 

সকালে ঘুম থেকে উঠে দেখেন পুকুরের মাছ মরে ভেসে যাচ্ছে। এ ঘটনাটি তিনি তার মালিক এলাকার গন্যমান্য ব্যক্তি সহ গ্রামবাসীকে জানান। এদিকে আবু তাহের বাদী হয়ে বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূর মাহমুদের পুকুরে আড়াই লাখ টাকা মূল্যের মাছের ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তার ধারনা অজ্ঞাতনামা ব্যক্তিরা শত্রুতা বশত এ ঘটনাটি ঘটিয়েছে। 

এ ব্যাপারে তিনি কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছে বিষ প্রয়োগ কিনা না অন্য কোন কারণে মারা গেছে তা পরীক্ষা নিরীক্ষা করার আগে কিছুই বলা যাচ্ছে না। 

গ্রামের বাচ্চু মিয়া, আবু ছিদ্দিক, আবুল কালাম, নূরুল আমিন জানান, পুকুরের মাছ মরে সকাল থেকেই ভেসে যাচ্ছে। কিন্তু কি কারণে মাছ মারা গেছে, বিষ প্রয়োগ? না অন্য কোন কারণে তা তারা কেউই বলতে পারছেন না। 

বাড়ির ক্যায়ারট্রেকার আবু তাহের জানান, মরা মাছ এবং পানি পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা মহাখালিতে পাঠানো হচ্ছে। সেখানকার রিপোর্ট এলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   
আরও পড়ুন: নাগরপুরে বিক্ষুব্ধ যুবলীগ নেতাদের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত