বুধবার ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি বেড়ার গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রকাশিত: ১৩:৩২, ৫ আগস্ট ২০২৩

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি বেড়ার গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি বেড়ার গৃহহীন ও ভূমিহীন পরিবার

পাবনার বেড়া উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে খুশি গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলো। ছোট একটি ঘরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনো মতে বসবাস করেছি। কখনো বিশ্বাস করতে পারি নাই, যে একটি পাকাঘর করে সেখানে স্বামী-সন্তান নিয়ে থাকতে পারবো। সেই স্বপ্ন পূরণ করেছেন শেখের বিটি হাসিনা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।’ চোখের কোণে আনন্দের অশ্রু নিয়ে কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া সুখজান (সদ্য) নামের এক বৃদ্ধা নারী ।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প'র আওতায় উপজেলায় ৮৭৪ জন গৃহহীন ও ভূমিহীনকে বিনামূল্যে জমি ও রঙিন টিন দিয়ে আধাপাকা ঘর করে দিয়েছে সরকার। ইতোমধ্যে তাদেরকে জমির উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য উপহারের ঘরে থাকছে দুটি থাকার কক্ষ, একটি রান্না ঘর, একটি করে উন্নত টয়লেট ও একটি বারান্দা। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় হয়েছে।

চাকলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আবেগাপ্লুত অনেকে জানান, সারাজীবন অভাব-অনটনের সংসারে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। পাকাবাড়ি বানানোর চিন্তা কোনোদিন করেননি। কিন্ত আমাদের সরকার শেখ হাসিনা আমাদের জন্য বিনামূল্যে জমি ও ঘর দিয়েছে । শেষ বয়সে আধাপাকা ঘরে থাকতে পারছি। আমি সব সময় শেখ হাসিনার জন্য দোয়া করি। তিনি আরো বলেন, খেয়ে না খেয়ে ছেলে-মেয়েকে নিয়ে ভাঙাচোরা ঘরে বসবাস করেছি। ইউএনও সাহেব আমাকে পাকাঘর করে দিয়েছে। আমি এখন খুব সুখে আছি। কারণ কখনো ভাবতে পারি নাই পাকাঘরে থেকে জীবনের শেষ পর্যন্ত থাকতে পারবো। আর প্রধানমন্ত্রী হাসিনা যেন সুখে থাকেন, আল্লাহ তার হায়াত দান করেন। যতদিন বেঁচে থাকবো, ততদিন এই দোয়া করে যাবো।’

চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী,  বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি খরচে মাথা গোজার আশ্রয়স্থল গড়ে দেয়ার যে প্রতিশ্রুতি করেছিলেন, সেই প্রতিশ্রুতির সুষ্ঠু বাস্তবায়ন করতে বেড়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোহাঃ সবুর আলী,  স্যারের নির্দেশনায় আমার ইউনিয়নে প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের তালিকা প্রণয়ন করে নিয়ম মাফিক ঘর নির্মাণ করা হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃ সবুর আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যারা ভূমিহীন ও গৃহহীন রয়েছেন তাদেরকে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। উপজেলায় ৮৭৪ টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। গুণগত মান বজায় রেখে দিকনির্দেশনা অনুযায়ী ঘরগুলো নির্মাণ করা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গৃহহীনদের একটা মানসম্মত ও টেকসই ঘর নির্মাণ করে দেয়ার জন্য আমরা সবসময় তদারকি করছি। তিনি আরো বলেন আগামী ০৯ আগষ্ট বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বেড়া উপজেলার সদ্য তৌরি ৩৬১ টি ঘরের উদ্বোধন করবেন। এবং সেই সাথে বেড়া উপজেলাকে 'ক' শ্রেনীর গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন তিনি।

আরও পড়ুন: বারহাট্টায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798