রাজনগরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পরিষদ, রাজনগর এর আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সোমবার (২৮ আগস্ট) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পরিষদ রাজনগরের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফয়ছল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, কেন্দ্রীয় যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা শারমিন, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা। তিনি চেয়েছিলেন একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত আত্মমর্যাদা সম্পন্ন দেশ। কিন্তু খুনি মুশতাক ও ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে। তারা ভাবেনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের ভাগ্যন্নোয়নে নেতৃত্ব দিবেন। তাদের ষড়যন্ত্র তিনি ব্যর্থ করে দিয়েছেন।
তারা আরো বলেন, অনেকেই আওয়ামী লীগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে দলকে পিছিয়ে দিচ্ছেন। তারা আওয়ামী লীগের উন্নতির চিন্তা না করে দলে ভাঙ্গন ধরাতে চাইছেন। আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে প্রতিহত করবে।
আরও পড়ুন: শান্তিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস