শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

শান্তিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ২০:৫৮, ২৮ আগস্ট ২০২৩

শান্তিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শান্তিগঞ্জে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার(২৮ আগস্ট) বিকেলে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়৷ অভিযান পরিচালনা করে বাজারের বিভিন্ন দোকান থেকে ১০০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৪ হাজার কেজি। এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এরপর জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল বাজারের পাশের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, এসিল্যান্ড সকিনা আক্তার, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান রুকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: মধ্যনগরে গুরমার হাওরে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ