সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ২০২৪ ইং তারিখে সিলেট মহানগর বন্দরবাজারে ছাত্র-জনতার মিছিলের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব । তিনি দৈনিক নয়া দিগন্ত ও জালালাবাদের রিপোর্টার ছিলেন।
উক্ত ঘটনার এক মাস পর ১৯ আগস্ট ২০২৪ ইং তারিখে নিহতের ভাই আবুল আহসান মো. আযরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রধান আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও, এজাহারে আসামি হিসেবে পুলিশসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০০ থেকে ২৫০ জনকে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক ২২:৩০ ঘটিকায় এসএমপি সিলেট কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাংবাদিক তুরাব হত্যা মামলার অন্যতম আসামী জেলা আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সহ-সভাপতি সেলিম আহমদ (৪৭), পিতা- মৃত মকবুল আলী, সাং- রায়েরগাও, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী তাকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ নাক নেই, এক চোখ নিয়ে বাছুরের জন্ম