মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আওয়ামী লীগ কর্মীর উপর বিএনপি নেতা-কর্মিদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগী আওয়ামী লীগের কর্মী আরিফ মোল্লা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় রবিবার গভীর রাতে অভিযোগ দায়ের করেছেন।
বাদীর অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বলই গ্রামের বিএনপি নেতা রবিন শেখ (৩২) , রাকিব শেখ (২৫) , রণি শেখ (৩৮) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন পূর্ব বিরোধের জের ধরে গত রবিবার দুপুর দেড়টার দিকে আউটশাহী ইউনিয়ন পরিষদের দক্ষিন পাশের রাস্তায় আওয়ামী লীগ কর্মী আরিফ কে একা পেয়ে কাঠের দাসা, লোহার রড, বাশঁ, টেটা ও জুতিয়া নিয়া হামলা চালায়।
এ সময় আরিফ দৌড়ে সুবচনী রাস্তার দিকে পালিয়ে যায়। তাকে দৌড়ে না ধরতে পেরে অশ্লিল ভাষায় গালিগালাজ ও ধারালো টেটা দেখাইয়া প্রাণ নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে আরিফ মোল্লা বলেন, রবিন সেখ গংদের সাথে রাজনৈতিক ও অন্যান্য বিষয় নিয়ে আমার বিরোধ চলে আসছে। আমাকে একা পেয়ে রবিবার দুপুরে ওরা আমার উপরে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমি পালিয়ে ওদের হাত হতে রক্ষা পাই।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা এএসআই সমর বিশ্বাস বলেন আমি ঘটনাস্থলে তদন্ত গিয়েছিলাম। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ভোটের মাঠে আওয়ামীলীগের শক্তিশালী ঐক্য