
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন সাজ্জাদুল হাসান
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
সোমবার (৩১ জুলাই) বিকাল ৪ টার দিকে জেলা নির্বাচন অফিসের হলরুমে রিটার্নিং কর্মকর্তা মো: বেলায়েত হোসেন চৌধুরী এই ঘোষনা দেন।
এসময় তিনি বলেন, নেত্রকোনা-৪ আসনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বেসরকারিভাবে সাজ্জাদুল হাসানকে সংসদ সদস্য ঘোষনা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কর্মকর্তা গোলাম মোস্তফা, স্টাফ অফিসার শেখ মো: হাবিবুর রহমানসহ প্রার্থীর সমর্থিত লোকজন।
নির্বাচনী তফসিল অনুযায়ী জানা যায়, গত ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৫ জুলাই যাচাই বাছাই, ৩১ জুলাই প্রত্যাহার, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। আসনটিতে মোট ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৩৭ টি।
উল্লেখ্য, গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল দেয়।
আরো পড়ুন : কেন্দুয়ার বাউল সাধক মরমী কবি আব্দুল মজিদ তালুকদার