কলমাকান্দায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ,৭ রাউন্ড গুলিবর্ষণ: আহত ২৪
বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালে শুক্রবার নেত্রকোনা জেলার কলমাকান্দায় বিএনপি ও আওয়ামী লীগ নেতা- কর্মীদের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৭ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশের ৪ জন সদস্য সহ মোট ২৪ জন আহত হয়েছে।
কলমাকান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন সহ একাধিক নেতাকর্মী সূত্রে জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষ্যে উপজেলা বিএনপি শুক্রবার বাদ জুম্মা মার্কাজ মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের বাক বিতন্ডা হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সামনেই লাঠিসোটা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিলে বিএনপি ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। পরবর্তীতে বিএনপি’র নেতা কর্মীরা উপজেলার সামনে পূনরায় সংগঠিত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানেও হামলা চালায়। হামলা ও সংঘর্ষে যুবদল নেতা তাইমুল, খোকন, মামুন,সবুজ, সোহানুর ও কাশেম গুলিবিদ্ধসহ উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রসুল, সদস্য সচিব শেখ রবিন, মোবারক, বদির জামাল, রিপন মাসুদ, রুবেল সহ তাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়।
বিএনপি আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুুলিশ সহ কমপক্ষে ২৪ জন নেতাকর্মী আহত হয়। গুলিবিদ্ধ যুবদল নেতা তাইমুল, খোকন, মামুন,সবুজ, সোহানুর ও কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, কলমাকান্দায় বিএনপি ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্ট গানের ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতিবাচক নাম পরিবর্তন শুরু