ফুলবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে শুক্রবার (২৮ এপ্রিল) ফুলবাড়ী ক্রিকেট ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্ট সিজন-১ এর উদ্বোধন করা হয়েছে।
সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন।
এতে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক আসাদুজ্জামান সোহাগ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ। এছাড়াও বক্তব্য রাখেন ডিয়ার হাসমী, লালু স্বর্ণকার, ডা. জুবায়ের হোসেন, রোকন, ইমরান, বিপুল রায় প্রমুখ
উদ্বোধনী খেলায় নেমলেস একাডেমি বনাম বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রিকেট একাডেমি দলের খেলোয়াররা অংশগ্রহণ করে।
খেলায়টিতে ৮ টি টিমের অংশ নেন। শনিবার চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার আপ দলকে ৮ হাজার টাকা পুরস্কৃত করা হবে।