মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

শ্রীনগরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ২৯ এপ্রিল ২০২৩

শ্রীনগরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্রীনগরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্রীনগরে শেখ রাসেল স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় অরন্য একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কোলাপাড়ায় কবীর-বিপুল একাদশকে (মৃধাপাড়া) ২-০ গোলে পরাজিত করে অরন্য একাদশ। অরন্য একাদশের হয়ে গোল ২টি করেন মো. ইউসুফ।

শুক্রবার বিকালে মৃধাপাড়া ক্রীড়া চক্রের আয়োজনে এবং কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সার্বিক তত্বাবধানে কোলাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুরু হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য, প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমত। মিডফোর্ড মেটাল ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হেলালউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও মৃধাপাড়া ক্রীড়া চক্রের সভাপতি মোস্তাফিজুর রহমান মনির মৃধার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গোলাপ খান খোকন, বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম রতন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস ছালাম, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপীনাথ দাস, সমাজ সেবক শাহাদাৎ হোসেন সেলিম, কোলাপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান নেছারউল্লাহ্ সুজন, সমাজ সেবক সাইফুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান হবি, মিজানুর খান ফিরোজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ফাইনাল খেলাটি পরিচালনা করেন আবুল বাসার  রেফারী), আশরাফুল আলম ও শেখ আসাদুজ্জামান (সহকারী রেফারী)। চ্যাম্পিয়ন ও রানাআপ দলকে ট্রফি হিসেবে দুটি ফ্রিজসহ অন্যান্য পুরস্কার সামগ্রী দেওয়া হয়। উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করে। টুর্নামেন্টটির শেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মো. ইউসুফ।

আরও পড়ুন: হযরত মুহাম্মদ (স:) বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ