
কেন্দুয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ
নেত্রকোনার কেন্দুয়ায় নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন নেত্রকোনা আটপাড়া মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
রবিবার ( ১ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার নওপাড়া ইউনিয়নে নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন স্থানীয় এমপি অসীম কুমার উকিলের পক্ষে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম।
ফুটবল বিতরণ কালে শিক্ষার্থীদের উদ্যেশ্য করে অতিথিবৃন্দ বলেন, তোমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ গ্রহন করতে হবে। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ, অভিভাবকগণ, স্কুলম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য ইতোমধ্যে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিদ্যালয়টি নেত্রকোনা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আরও পড়ুন: সড়কে বসে দ্বিতীয় স্ত্রীর প্রতিবাদের পর ইউএনওকে ওএসডি