
কেন্দুয়ায় মাতৃত্বকালীন চেক বিতরণ
নেত্রকোনার কেন্দুয়ায় মাতৃত্বকালীন ৯০ জন উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (০২ আগষ্ট ) বিকালে কেন্দুয়া মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে ব্যাংক এশিয়ার মাধ্যমে উপজেলার চিরাং বাজারে ব্যাংক কার্যালয়ে মাতৃত্বকালীন এভাতার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাতৃত্বকালীন চেক বিতরন অনুষ্ঠানে উপকারভাগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা বলেন, উপকারভোগীরা প্রত্যকে ৮০০ টাকা করে ৩৬ মাস পর্যন্ত এভাতা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি ক্ষমতায় আছেন বলেই আপনারা এই সুবিধাগুলো পাচ্ছেন। এসকল
নবজাতককে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রীম উপহার বলে তিনি জানান।
মাতৃত্বকালীন উপকারভোগী তামান্না আক্তার তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে বলেন, শেখের বেটির লাইগা টেহা পাইতাছি, মাতৃত্বকালীন ভাতার টেহা পাইয়া আমি অনেক খুশি। এই টেহা আমাগো চিকিৎসায় অনেক কাজে লাগবো। যততদিন শেখের বেটি বাইছা আছে ততদিন আমাগো কোন চিন্তা নাই। আমরা শেখের বেটির জন্য আল্লার কাছে মুনাজাত করতাছি, তার আয়ু বাড়াইয়া দিইক।
এসময় চেয়ারম্যান জাকির আলম ভূঞা, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকতা ও কর্মচারীবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, ব্যাংক এশিয়ার কর্মকর্তা শহিদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , উপকারভোগীগণ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোনায় সম্মিলিত ইসলামী ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ