দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
নেত্রকোনার দুর্গাপুরে ‘‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি-আগামীর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভার:) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভার:) মো. আব্দুর রৌফ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মিয়া মো. মঞ্জুরুল ইসলাম, তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তত করতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
আরও পড়ুন: বারহাট্টায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলি হাসান