
মরহুম আব্দুর রাজ্জাক মাস্টারের ১১তম মৃত্যু বার্ষিকী আজ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সভাপতি, বিশিষ্ট্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাস্টারের ১১তম মৃত্যু বার্ষিকী আজ শনিবার (আগামী কাল)।
প্রয়াত এ বর্ষীয়ান নেতার মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল ১০টায় কালোব্যাজ ধারন, শোকরেলী, মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, দুপুরে দলীয় কার্যালয়ে দোয়া ও মিল্লাদ মাহফিল শেষে এক আলোচনা সভা।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. টিপু সুলতান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বারহাট্টায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
হাফিজুর রহমান চয়ন