
মোহনগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন শীর্ষক আলোচনা সভা
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানকে সামনে রেখে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর শাকুর সাদী, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, সাধারণ সম্পাদক , ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ জুনায়েদ আহমেদ, পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, প্রেসক্লাবের সভাপতি এসএম সারোয়ার খোকন, সম্পাদক হাফিজুর রহমান চয়ন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকার প্রমূখ।
সভা শেষে হলরুম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসব উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। উৎসবটি ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী চিন্তা-ভাবনাকে উৎসাহিত করার পাশাপাশি দেশ ও জাতি গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
হাফিজুর রহমান চয়ন