
কমরেড মণি সিংহ মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোনার দুর্গাপুরে সাতদিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু হয়েছে।
আজ বুধবার মেলার দ্বিতীয় দিনে "কৃষক-শ্রমিক-ক্ষেতমজুরের আন্দোলন ও কমরেড মণি সিংহ" বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মামুন মুকুল। সঞ্চালনায় ছিলেন মেলা উদযাপন কমিটির সাজসজ্জা ও প্রচার উপকমিটির আহ্বায়ক এবং উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
আলোচনায় অংশ নেন, মেলা উদযাপন কমিটির আহ্বায়ক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ।
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চন্ডীগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সুসং দুর্গাপুর সমিতি, ঢাকার সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক, সুসং দুর্গাপুর সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক, এডভোকেট সজয় চক্রবর্তী।
আলোচকগণ কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরের অধিকার রক্ষার আন্দোলনে কমরেড মণি সিংহের ভূমিকা এবং বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কলি হাসান