মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

র‌্যাবের হাতে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১:৫৯, ১১ মে ২০২৩

র‌্যাবের হাতে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

র‌্যাবের হাতে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৭২ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি সিএনজি জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।


র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর সার্বিক তত্ত¡াবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ মে ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন চরচারতলা ইউনিয়নের চরচারতলার মহরম পাড়ার সোহেল মুন্সির ডগ এরিয়ায় হাজী রফিকুল ইসলাম এর রাইস মিলের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কানু মিয়া (৩১), পিতা- মোঃ আব্দুর রহমান @ কাদের মিয়া, সাং-চান্দুরা আলাদাউদপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখলে থাকা সিএনজি তল্লশী করে (ক) ৩৬ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৭২ (বাহাত্তর) কেজি মাদকদ্রব্য গাঁজা (খ) ৩৭৫(তিন শত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। ০১ টি সিএনজি জব্দ। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

আরও পড়ুন: র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণা:  ভুয়া তিন র‌্যাব সদস্য আটক


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798