র্যাবের হাতে দেশীয় তৈরী পাইপগান অস্ত্রসহ দুইজন আটক
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে ০১(এক)টি দেশীয় তৈরী পাইপগান ও ০১(এক)টি এন্ড্রয়েড মোবাইল (০২টি সীম) সহ ০২(দুই)জন অস্ত্রধারী আটক।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সূত্রে সংবাদ পাই যে, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন সাহিদপুর সাকিন এলাকায় অস্ত্রসহ দুইজন লোক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অস্ত্রধারীর উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এ প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অদ্য ১১/০৫/২০২৩খ্রি. রাত ২০.১০ ঘটিকায় নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন সাহিদপুর সাকিন এলাকা হতে ০১(এক)টি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। সে সময় অস্ত্রধারী সুভ্রত বর্মন (২৮), পিতা-মৃত আরাধন বর্মন, সাং-সাহিদপুর, ইউপি-সান্দিকোনা, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা ও তাহার সহযোগী রিপন চন্দ্র বিশ্বশর্মা (৩৫), পিতা- মৃত সতিষ চন্দ্র বিশ^সর্মা, সাং-সাহিদপুর, ইউপি-সান্দিকোনা, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা দ্বয় কে গ্রেফতার করা হয় এবং অস্ত্রধারী সুভ্রত বর্মন এর নিকট হইতে ০১টি মোবাইল, ০২টি সীম কার্ড সহ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত অভিযুক্ত ব্যক্তিদ্বয় নিজেদের হেফাজতে অস্ত্র রাখার কথা স্বীকার করে। অস্ত্রধারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: স্থানীয় পিভি সল্যুশন ইনস্টলারদের জন্য হুয়াওয়ের কর্মশালা