মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

রামগঞ্জে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

প্রকাশিত: ০৭:০২, ৩০ মে ২০২৩

রামগঞ্জে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

রামগঞ্জে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

লক্ষ্মীপুরে রামগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় দেলোয়ার হোসেন সাগর (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২৮ মে রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগী ও-ই নারীর মা নূর জাহান বেগম ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করলে রাত দেড়টার দিকে নিজ বসতঘর থেকে সাগরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাগর উপজেলার পুর্ব মাছিমপুর আরমান গাজী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।


মামলা ও থানা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যাক্তা ওই নারীর সাথে গত এক বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সাগর। এরই সূত্র ধরে কথা বলার অযুহাতে নিজ বসতঘরে ডেকে নিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক সাগর। এক পর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়, সেসময় বিয়ের আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করতে থাকে সাগর ও তার পরিবার।


এক পর্যায়ে ২৪ মে নোয়াখালী জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই নারী। এমন ঘটনায় কন্যা সন্তানটিকে অস্বীকার করায় ভুক্তভোগী ওই নারীর মা রামগঞ্জ থানায় মামলা দায়ের করলে সাগরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, ভুক্তভোগী ওই নারীর মায়ের করা মামলায় ধর্ষক দেলোয়ার হোসেন সাগর (৩২) কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন: বারহাট্টায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798