জুলিও কুরি
নেত্রকোণার বারহাট্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপত্বি ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
অন্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, কৃষি উপজেলা রাকিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় গরু চোরের উপদ্রব বৃদ্ধি দুঃশ্চিন্তায় কৃষকগণ