শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

জৈন্তাপুরে পুত্রের হাতে পিতা খুন: ঘাতক পুত্র গ্রেফতার

প্রকাশিত: ২২:৫৫, ৪ জুন ২০২৩

জৈন্তাপুরে পুত্রের হাতে পিতা খুন: ঘাতক পুত্র গ্রেফতার

জৈন্তাপুরে পুত্রের হাতে পিতা খুন: ঘাতক পুত্র গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে ঘরের বারান্দার বেড়া নির্মাণকে কেন্দ্রে করে পুত্রের দায়ের খুপে পিতা খুন, এ ঘটনায় পাহাড়ে অভিযান পরিচালনা করে পুত্রকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, ৩রা জুন শনিবার দিবাগত রাত ৮টায় ঘরের বারান্দার বেড়া নির্মাণ করা নিয়ে পিতা ও ছেলের মধ্যে  কথা কাটাকাটির ঘটনা ঘটে, এক পর্যায়ে ছেলে হাতে ত্কা দা দিয়ে পিতাকে  কুপিয়ে গুরুতর আহত করে। 

এলাকাবাসী ঘটনা দেখতে পেয়ে রক্তাক্ত আহতবস্থায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামের সাধুপাত্রকে (৬০) কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেলে মৃত্যু বরণ করেন সাধু পাত্র। 

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কালেশ্বর চিকনাগুল পাহাড়ে রাতভর অভিযান পরিচালনা করে ঘাতক পুত্র চৈতন্য পাত্র (২২) কে আটক করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইচার্জ ওমর ফারুক বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই পুলিশ রাতভর কালেশ্বর চিকনাগুল পাহাড়ে অভিযান পরিচালনা করে চৈতন্য পাত্রকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়োছে।

আরও পড়ুন: ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ