শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ২২:৪৪, ৪ জুন ২০২৩

ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ

ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ

একাধিক সংসারে ভাঙ্গন ধরিয়ে ভাইস চেয়ারম্যানের নিজ সংসারে টালমাটাল শুরু হয়েছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

জানা যায় তিনি অন্যের স্ত্রী সন্তানের সাজানো সংসার ভেঙ্গে বন্ধুর স্ত্রী দুই ছেলে মেয়ে রেখে বহুমুখী প্রতারণার কৌশলে অবৈধ পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে নিলুফার ইয়াসমিনকে ২০১৫ সালে বিয়ে করতে বাধ্য হয়। 

অতপর গত তিন বছরে তারাকান্দা উপজেলার ছনদরা রামসোনা এলাকার প্রবাসীর দুই সন্তানের জননী তাসলিমার সাথে অবৈধ পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে ঘটনা জানাজানি হলে এই নারীকেও বিয়ে করতে বাধ্য হয়। দুটি সংসারের চারটি সন্তানকে মাতৃহারা করে ওদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে ফুলপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান।

ফুলপুর তারাকান্দা উপজেলার অনেক নারী তার যৌনলিপ্সার শিকার হয়েছে। সভ্রম হারিয়ে দুটি নারীর গর্ভপাত ঘটানো আলোচনা লোকমূখে বেশ চাউর হয়েছে। 

অর্থ বিত্তের দাপটে বিয়ের প্রলোভনে একাধিক নারী সবকিছু হাড়িয়ে লোক লজ্জার ভয়ে অভিযোগ না করেই গোপনে বিয়ের খরছ মিটিয়ে দিলে অন্যত্র বিয়ে করে সংসার করছে বলেও দ্বিতীয় স্ত্রী সহ স্থানীয় লোকজনের মূখে এমন আলোচনা উঠে এসেছে। এতসব অভিযোগের প্রেক্ষিতে দ্বিতীয় স্ত্রীর সংসার আবারও ভাঙন ধরার উপক্রম হয়েছে।

আনিছুর রহমানের দ্বিতীয় স্ত্রী নিলুফার ইয়াসমিন পৈতৃক সূত্রে প্রাপ্ত নগদ ৫ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার নির্বাচনে খচর মেটানোর কথা বলে ফেরত দেওয়ার শর্তে আনিছ মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে নেয়। 

গত চার বছরেও তা ফেরত দেয়নি। নগত টাকা স্বর্ণালংকার ফেরত চাইলে নিলুফার ৫ শতাংশ জমি বিক্রি করে যৌতুকের টাকা মিটিয়ে নিতে বলে। এক পর্যায়ে গত তিন বছর যাবত ভরনপোষন থেকে বঞ্চিত করে রেখেছে নিজ স্ত্রী কন্যা সন্তানকে এমন অভিযোগ করলেন দ্বিতীয় স্ত্রী নিলুফার ইয়াসমিন। 

তিনি বিজ্ঞ নারী শিশু আদালতে যৌতুকের মামলা দায়ের করেছেন। মামলাটি শুনানি করেন এডভোকেট বিল্লাল হোসেন বিজ্ঞ বিচারক মামলাটি আমলে গ্রহণ করে মহিলা অধিদপ্তরকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 
এসকল ঘটনায় ন্যায় বিচার প্রতিকার চেয়ে ৩ মে জেলা প্রশাসক, পুলিশ সুপার ময়মনসিংহ বরাবরে অভিযোগ দায়ের করেছেন। 

এসকল বিষয়ে ভাইস চেয়ারম্যান আনিছুর রহমানকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন "আমি তো ভাই ভাগাইয়া আনিয়া বিয়া করছি, যাদেরকে বিয়া করি নাই, তাদের তো কোন অভিযোগ নাই। তাইলে কি বিয়া করা আমার অন্যায়? আমার মা তো বলে দুই বাচ্চার মা বিয়া করছ কেন! ছেরি বিয়া করইয়া আনতে পারছ না?"

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফুলপুর এর নিকট  মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান অভিযোগের অনুলিপি পেয়েছি। 

আরও পড়ুন: আটপাড়ায় লরি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত-২