
র্যাবের হাতে ২ কোটি টাকার হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক
রোববার (৪ জুন) বিকাল সাড়ে টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাবের অভিযানিক দলের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর এলাকার নির্মল চন্দ্র সিং এর স্ত্রী।
সোমবার (৫ জুন) র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী অলকা রানী সিংকে আটক করা হয়। আটকের পর উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য ২ কোটি ১০ লাখ টাকা বলেও র্যাব জানায়।
পরবর্তীতে আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত